যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় চীন, রাশিয়া ও ইরান

চীনের সামরিক বাহিনী ও উইঘুর মুসলিমদের বিরুদ্ধে নিপীড়নের জড়িত থাকা এবং রাশিয়া ও ইরানে রফতানিতে সহযোগিতা করা ৩৪টি কোম্পানি ও ব্যক্তিবর্গের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এই নিষেধাজ্ঞা জারি করে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সঙ্গে সাংঘর্ষিক ও জাতীয় নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডে জড়িত কিংবা জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকার কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নতুন নিষেধাজ্ঞার আওতায় থাকা ১৪টি কোম্পানি চীনভিত্তিক এবং চীনের উইঘুর নীতি বাস্তবায়নে জড়িত। বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে, জিনজিয়াং প্রদেশে মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা ও মানবাতবিরোধী অপরাধ অব্যাহত রেখেছে বেইজিং।

পাঁচটি কোম্পানি চীনের সেনাবাহিনীকে লেজার ও আধুনিক প্রযুক্তি সংগ্রহে সহযোগিতা করছে।

মার্কিন প্রযুক্তি ইরানে রফতানির কারণে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে ৮ ব্যক্তিকে। আর রুশ সেনাবহিনীর সঙ্গে সংশ্লিষ্টতার জন্য নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয়েছে সাত ব্যক্তিকে।

মার্কিন বাণিজ্যমন্ত্রী বলেন, চীন, ইরান ও রাশিয়ার মতো নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা দেশগুলোর সরকার, কোম্পানি ও ব্যক্তিবর্গকে জবাবদিহিতার আওতায় আনতে আমরা আক্রমণাত্মকভাবে রফতানি নিয়ন্ত্রণকে কাজে লাগানো অব্যাহত রাখব।