আমিরাতের এজেন্ট হয়ে কাজের অভিযোগে ট্রাম্প উপদেষ্টা গ্রেফতার

বিলিয়নিয়ার ও সাবেক মার্কিন প্রেসিডেন্টের দীর্ঘদিনের মিত্র টমাস জে. বারাককে সংযুক্ত আরব আমিরাতের এজেন্ট হয়ে কাজ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ৭৪ বছর বয়সী বারাক ট্রাম্পের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। মঙ্গলবার দিবাগত রাতে (২১ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

একটি ইনভেস্টমেন্ট ফার্মের প্রতিষ্ঠাতা বারাকের বিরুদ্ধে অভিযোগ, ট্রাম্পের নির্বাচনি প্রচারের পর তিনি সংযুক্ত আরব আমিরাতের হয়ে অবৈধভাবে লবিং করেছে।

বারাকের এক মুখপাত্র জানিয়েছেন, তিনি দোষ স্বীকার না করার পরিকল্পনা করছেন।

ফেডারেল অভিযোগে গ্রেফতার হওয়া ট্রাম্পের সাবেক কর্মকর্তাদের মধ্যে সর্বশেষ হলে টমাস বারাক। তার বিরুদ্ধে ষড়যন্ত্র, বিচারে বাধা ও ২০১৯ সালে এফবিআই’র জিজ্ঞাসাবাদে একাধিক ভুল তথ্য দেওয়ারও অভিযোগ আনা হয়েছে।

সাত পৃষ্ঠার অভিযোগ অনুসারে, বারাকের কর্মী ২৭ বছর বয়সী ম্যাথিউ গ্রিমস, সংযুক্ত আরব আমিরাতের নাগরিক রশিদ সুলতান রশি আল মালিক আলশাহির বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

ভারপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেল মার্ক লেসকো জানান, এই অভিযোগ ট্রাম্পসহ মার্কিন কর্মকর্তাদের বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই না।

অভিযুক্ত তিন ব্যক্তি সংযুক্ত আরব আমিরাতের স্বার্থ উদ্ধার করতে চেয়েছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ওপর খাটিয়ে এবং মিডিয়া উপস্থিতি দ্বারা।

বারাকের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালের মে মাসে ট্রাম্পের নির্বাচনি প্রচারের বক্তব্যে সংযুক্ত আরব আমিরাতের প্রশংসাসূচক ভাষা অন্তর্ভুক্ত করেছেন। ভাষণের একটি প্রাথমিক খসড়া আলশাহি আমিরাতি কর্মকর্তাদের কাছে পাঠান বলে অভিযোগ রয়েছে।

এর আগে ট্রাম্পের সাবেক প্রচারণা চেয়ারম্যান পল ম্যানাফর্ট ও ট্রাম্প অর্গানাইজেশনের সাবেক আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।