২৪ লাখ মানুষের শহরে আইসিইউ বেড ফাঁকা মাত্র ৬টি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে করোনাভাইরাস মহামারি পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে। শনিবার শহরটিতে ফাঁকা আইসিইউ বেডের সংখ্যা এক অংকে নেমে এসেছে। অঙ্গরাজ্যের তথ্য অনুসারে, ২৪ লাখ জনসংখ্যার শহরটিতে ফাঁকা আইসিইউ বেডের সংখ্যা মাত্র ছয়টি।

এক বিবৃতিতে পাবলিক হেলথ মেডিক্যাল ডিরেক্টর ডেসমার ওয়াকস বলেন, পরিস্থিতি গুরুতর। দুপুরে স্থানীয় ক্ষুদে বার্তা, ইমেইল ফোন কলের মাধ্যমে বিপর্যয় সম্পর্কে অবহিত করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ ঝুঁকির মাত্রা সর্বোচ্চ ৫ম ধাপে ঘোষণা করার পর এই বিপর্যয় সম্পর্কে সতর্ক করা হলো। অস্টিনে অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে। টিকা নেওয়ার জন্য স্থানীয়দের মধ্যে সাড়া পড়েছে, ঘরে থাকা এবং টিকা নিলেও মানুষজন মাস্ক পরতে শুরু করেছেন।

গত মাসের তুলনায় সর্বশেষ সাত দিনে হাসপাতালে নতুন ভর্তি করোনা রোগীর সংখ্যা ৬০০ শতাংশ বৃদ্ধি পেলে ঝুঁকির মাত্রা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। ইনটেনসিভ কেয়ার ইউনিটে রোগীর সংখ্যা বেড়েছে ৫৭০ শতাংশ। শনিবার ভেন্টিলেটরে থাকা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। অথচ ৪ জুলাই এই সংখ্যা ছিল মাত্র আটজন।

ওয়াকস বলেন, হাসপাতালের বেড ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিট আমাদের হাসপাতাল ব্যবস্থায় খুবই সীমিত।

যুক্তরাষ্ট্রেও নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। প্রায় ছয় মাস পর আবারও দেশটিতে দৈনিক শনাক্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। সূত্র: এনডিটিভি