প্রতিশ্রুতি পূরণ করলে তালেবানের সঙ্গে থাকবে যুক্তরাষ্ট্র: ব্লিনকেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, তালেবান সরকার প্রতিশ্রুতি পূরণ করলে ওয়াশিংটন তাদের সঙ্গে কাজ চালিয়ে যেতে পারে। তবে প্রতিশ্রুতি পূরণ এবং বাধ্যবাধকতা অনুসরণ না করলে তা সম্ভব হবে না।

বুধবার আফগান সংবাদমাধ্যম টোলো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘আমার আশা, খুব চাওয়া, প্রত্যাশা যে আফগানিস্তানের ভবিষ্যত সরকার মৌলিক (মানবাধিকার) সমুন্নত রাখবে। আর যদি তা করে, তাহলে সেই সরকারের সঙ্গে আমরা কাজ করতে পারবো। তা যদি না হয়, তাহলে পারবো না।’

যুক্তরাষ্ট্র তালেবান সরকারকে স্বীকৃতি দেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা পুরোপুরি নির্ভর করবে তাদের কর্মকাণ্ডের ওপর, তাদের কথার ওপর নয়। এর ভিত্তিতেই যুক্তরাষ্ট্র এবং পুরো দুনিয়ার সঙ্গে তাদের সম্পর্কের গতিপথ নির্ধারিত হবে।’

গত মঙ্গলবার তালেবান নতুন সরকারের ঘোষণা দিয়েছে। নারীহীন এই সরকারে মূলত আস্থা রাখা হয়েছে পুরনো তালেবান নেতাদের ওপর।