স্বার্থ থাকলে তালেবানের সঙ্গে যোগাযোগ রাখবে যুক্তরাষ্ট্র

তালেবান সরকারকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের এখনই কোনও প্রস্তুতি নেই। তবে মার্কিন স্বার্থ থাকলে তাদের সঙ্গে যোগাযোগ রাখা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

তালেবানের সঙ্গে যোগাযোগ রাখা নিয়ে বাইডেন প্রশাসনের পরিকল্পনা জানতে চাইলে নেড প্রাইস বলেন, ‘স্বীকৃতি এবং বৈধতার মতো বিস্তৃত ইস্যুর সঙ্গে যোগাযোগের একটা পার্থক্য আছে।’ তিনি বলেন, টআপনারা আমাদের কাছ থেকে শুনে থাকবেন, অন্য সরকারের কাছ থেকেও শুনে থাকবেন যে, আমাদের জাতীয় স্বার্থে তালেবানের সঙ্গে যোগাযোগ বজায় রাখার দরকার পড়লে আমরা তা করবো।’ অন্য দেশগুলোরও একই মনোভাব বুঝতে পারছে বলেও জানান তিনি।

আফগানিস্তানে পাকিস্তানের ভূমিকা নিয়ে জানতে চাইলে মার্কিন মুখপাত্র নেড প্রাইস বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও জার্মানির সঙ্গে যৌথ মন্ত্রী পর্যায়ের বৈঠকে ইসলামাবাদ তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। তিনি বলেন, গত ২০ বছরের অর্জন জলাঞ্জলি দিতে চায় না পাকিস্তান।