একসঙ্গে শ্রদ্ধা জানালেন বাইডেন, ওবামা ও ক্লিনটন

ঐক্য প্রদর্শনে ৯/১১ হামলার বিশ বছর পূর্তিতে নিউ ইয়র্কে ন্যাশনাল সেপ্টেম্বর ১১ মেমোরিয়ালে হাজির হয়েছেন সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট ও তাদের স্ত্রীরা। স্মরণকালের ভয়াবহ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক সঙ্গে দাঁড়িয়ে নিরবতা পালন করেন।

দুই দশক আগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধসে পড়ার স্থানে জড়ো হন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিনটন। তাদের সবার পরনে ছিল নীল রঙের রিবন। নিরবতার মাধ্যমে শ্রদ্ধা জানাতে তারা সবাই বুকে হাত রেখে দাঁড়ান। সেখানে জড়ো হন কয়েক হাজার মার্কিন জনগণ। অনেকের হাতে ছিল নিহত স্বজনের ছবি।

শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে হামলায় যেভাবে বিমান উড়েছিল সেভাবে একটি উড়োজাহাজ উড়ে যায়। তখন বাইডেন আকাশের দিকে তাকান। ৯/১১ হামলার সময় একজন সিনেটর ছিলেন তিনি। এবার প্রথমবারের মতো কমান্ডার ইন চিফ হিসেবে তিনি দিনটি পালন করছেন।

শনিবার তিনটি হামলাস্থলে হাজির হয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন মার্কিন প্রেসিডেন্ট।