আফগানিস্তান ইস্যুতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র

কয়েক সপ্তাহের মধ্যে পাকিস্তানের সঙ্গে নিজেদের সম্পর্ক পর্যালোচনা করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানান, আফগানিস্তানের ভবিষ্যতে ওয়াশিংটন কেমন ভূমিকা রাখতে চায় সে জন্য এই সম্পর্ক পর্যালোচনা করা হবে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ খবর জানিয়েছে।

গত মাসে আফগানিস্তানে মার্কিন সমর্থিত সরকারের পতনের পর মার্কিন কংগ্রেসে প্রথম প্রকাশ্য শুনানিতে ব্লিনকেন জানান, পাকিস্তানের বহুমাত্রিক স্বার্থ রয়েছে। এগুলোর কয়েকটি আমাদের সঙ্গে সাংঘর্ষিক।

প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাংঘর্ষিক স্বার্থগুলোর একটি হলো আফগানিস্তানে ভবিষ্যতে আমাদের যুক্ত হওয়া। পাকিস্তান তালেবান সদস্যদের আশ্রয় দেওয়ার কাজ করেছে। আর দেশটি সন্ত্রাসবিরোধী যুদ্ধে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে।

আইনপ্রণেতারা জানতে চান, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পর্যালোচনার এখন সময় হয়েছে কিনা। তখন ব্লিনকেন জানান, প্রশাসন শিগগিরই তা করবে।

তিনি বলেন, আগামী দিনগুলোতে আমরা যা করবো সেগুলোর একটি হবে এই সম্পর্ক পর্যালোচনা। পাকিস্তান গত ২০ বছর ধরে যে ভূমিকা রেখেছে তা শুধু পর্যালোচনা করা হবে তা না। আমরা চাই আগামী দিনগুলোতেও ভূমিকা রাখুক।

আন্তর্জাতিক দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত তালেবানকে স্বীকৃতি না দিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।