সবচেয়ে সাদা রঙ আবিষ্কার, হবে এসির বিকল্প!

যুক্তরাষ্ট্রের পুর্দু ইউনিভার্সিটির গবেষকরা তৈরি করলেন বিশ্বের সবচেয়ে সাদা রঙ। এ রঙ এতটাই চোখ ধাঁধানো যে ‘সবচেয়ে সাদা’ হিসেবে এর নাম উঠেছে গিনেজ বুকে। তবে কৃতিত্বটা এখানেই শেষ নয়। গবেষণায় দেখা গেলো এই রঙ বাড়ির ছাদ ও দেয়ালে ব্যবহার করা হলে তা সূর্যের তাপ ও ইনফ্রারেড প্রতিফলিত করবে সবচেয়ে বেশি। যার ফলে এয়ারকন্ডিশনার চালাতে হবে কম, বাঁচবে বিদ্যুৎ।

পুর্দু ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আবিষ্কার করা এ রঙ নিয়ে গবেষক জিউলিন রুয়ান জানালেন, ‘এ প্রকল্প সাত বছর আগে শুরু করেছিলাম। জ্বালানি বাঁচানো ও জলবায়ু পরিবর্তনের বিষয়টাকে মাথায় নিয়েই কাজটা শুরু করেছিলাম।’

গবেষণায় দেখা গেছে এ রঙ ৯৮ দশমিক ১ শতাংশ সূর্যের বিকিরণ প্রতিফলিত করতে পারে। বাজারের প্রচলিত সাদা রঙ যেখানে ৮০-৯০ শতাংশ প্রতিফলিত করে।

তবে নতুন আবিষ্কৃত রঙটির বিশেষত্ব হলো এটি ইনফ্রারেড তাপও প্রবেশ করতে দেবে না। যে কারণে ছাদে ও দেয়ালে এ রঙ ব্যবহার করা হলে ঘরের ভেতরটা প্রাকৃতিকভাবেই ঠান্ডা হতে থাকবে। পরীক্ষায় দেখা গেছে এক হাজার বর্গফুট এলাকায় এ রঙের প্রলেপ দেওয়া হলে তা এয়ারকন্ডিশনারের ১০ কিলোওয়াট বিদ্যুৎ বাঁচাতে পারবে।  

ইউএসএ টুডের খবরে জানা গেলো, উজ্জ্বল এ রঙের সবচেয়ে সাদা হওয়ার পেছনে রয়েছে দুটি কারণ। প্রথমত-ব্যারিয়াম সালফেটের একটি নির্দিষ্ট ঘনত্ব ও রাসায়নিকটির অণুগুলোর ভিন্ন ভিন্ন আকৃতি।

এ রঙ বাজারে আনতে পুর্দু ইউনিভার্সিটির গবেষকরা এরইমধ্যে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে এসেছেন।

 

সূত্র: ইউএসএ টুডে