তালেবানকে না জানিয়ে আফগানিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালাবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, আফগানিস্তানে সন্ত্রাস দমনে বিমান হামলা চালাতে তালেবানের সঙ্গে সমন্বয়ের প্রয়োজনীয়তা তাদের নেই। শনিবার পেন্টাগনের প্রেস সচিব জন কিরবি এ মন্তব্য করেছেন।

জন কিরবি বলেন, যেকোনও সন্ত্রাস দমন অভিযান পরিচালনার প্রয়োজনীয় সব এখতিয়ার আমাদের রয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে এই সামর্থ্যের ফলে নির্দিষ্ট স্থানে বিমান হামলা চালাতে আলোচনা না করেই তা বাস্তবায়ন করা যাবে। তালেবানের সঙ্গে আকাশসীমা ব্যবহারের আলোচনার কোনও প্রয়োজন নেই। এমন বিমান হামলা চালাতে অনুমোদন চাওয়ার মতো কোনও বিষয় ভবিষ্যতেও আমরা প্রত্যাশা করছি না।

আফগানিস্তানে যুদ্ধ করা বিদেশি শক্তিদের কাছে তালেবান ক্ষতিপূরণ দাবি করার একদিন পর পেন্টাগন এ কথা জানালো। এছাড়া তালেবান বলে আসছে, আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের নাক গলানো উচিত না।

তালেবান সরকারের সাংস্কৃতিক কমিশনের জাভেদ সার বলেন, যুক্তরাষ্ট্র যেন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য না করে তা আমরা চাই। তারা কাবুলে বিমান হামলা চালিয়েছে এবং এতে শিশুসহ বেসামরিক নিহত হয়েছে।

২৯ আগস্ট আইএস জঙ্গিদের টার্গেট করে কাবুলে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। যদিও পরে জানা গেছে, এতে বেসামরিক ও শিশু নিহত হয়েছে। পেন্টাগন এ ঘটনায় ক্ষমা চেয়েছে। সূত্র: এনডিটিভি