আফগানিস্তানে নারীর অধিকার লঙ্ঘনে জাতিসংঘের দফতরে সামনে বিক্ষোভ

আফগানিস্তানে মানবাধিকার ও নারীর অধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দফতরের বাইরে বিক্ষোভ করেছেন শতাধিক নারী।

রবিবার (২৬ সেপ্টেম্বর) এক নারী বিক্ষোভে অংশ নিয়ে বলেন, ‘আমার বার্তা সকল আফগান নারীদের জন্য। আমরা ধৈর্য্য হারাবো না’। আরেকজন বলেন, আফগানিস্তানে বিভিন্ন সংস্থার কর্মী ও অধিকার কর্মীরা তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারছে না'।

জাতিসংঘের সদর দফতরের বাইরে অনেক্ষণ অবস্থান নেন নারীরা। তাদের তালেবানবিরোধী স্লোগান দিতে দেখা যায়।

এদিকে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট জুজানা ক্যাপুতোভা ও আইসল্যান্ডের  প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেন, আমরা আফগান নারী ও মেয়েদের কথা শুনবো। বিবৃতিতে আফগানিস্তানের নারীদের প্রতি সহিংসতা রোধের আহ্বান জানান তারা।

এদিকে নারীদের অধিকার ফেরাতে সম্প্রতি আফগানিস্তানের হেরাত ও রাজধানী কাবুলেও বিক্ষোভ দেখান নারীরা। গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখলের পর নারীদের অধিকার সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিলে তা থেকে সরে আসছে গোষ্ঠীটি। এমনকি নতুন তত্ত্বাবধায়ক সরকারেও নারীদের রাখা হয়নি। এর প্রতিবাদ জানিয়ে আসছেন আফগান নারীরা