টেক্সাসের গর্ভপাতে নিষেধাজ্ঞার আইন বহাল আপিল আদালতে

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের প্রায় সব গর্ভপাত নিষিদ্ধের আইনটি সাময়িক সময়ের জন্য বহাল রাখার নির্দেশ দিয়েছে দেশটির একটি আপিল আদালত। টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন আইনটির বিরুদ্ধে স্থাগিতাদেশ প্রত্যাহারের অনুরোধ করলে তাতে সাড়া দিয়ে এই নির্দেশ দেয় ফিফথ সার্কিট কোর্ট অব আপিল।  

বুধবার একটি নিম্ন আদালত নিষেধাজ্ঞার আইনটি স্থগিত করে গর্ভপাতের সাংবিধানিক অধিকারের আপত্তিকর বঞ্চনা উল্লেখ করে। নিষেধাজ্ঞার এই আইনে গর্ভধারনের ছয় সপ্তাহ থেকে সব ধরনের গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে ভ্রুণের হৃদপিণ্ডের কর্মকাণ্ড শনাক্ত হওয়ার পর গর্ভপাত বা এতে সহযোগিতা করলে তার বিরুদ্ধে মামলার অধিকার দেওয়া হয়েছে। ধর্ষণ বা অজাচারে গর্ভধারনের ক্ষেত্রেও কোনও ব্যতিক্রম রাখা হয়নি আইনে।

নিম্ন আদালতের রায়ের পরই টেক্সাস অঙ্গরাজ্যের কর্মকর্তারা এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেন। আবেদনে সাড়া দিয়ে আপিল আদালত যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়কে মঙ্গলবারের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

আপিল আদালতের নির্দেশের সেন্টার ফর রিপ্রডাক্টিভ রাইটস-এর ন্যান্সি নর্থাপ সুপ্রিম কোর্টকে ‘হস্তক্ষেপ করে এই পাগলামি বন্ধের’ আহ্বান জানিয়েছেন।  তিনি বলেন, মৌলিক অধিকার লঙ্ঘ করে যেসব আইন সেগুলোর বাস্তবায়ন বন্ধ করার এখতিয়ার রয়েছে আদালতের।

টেক্সাসের অ্যাটর্নি জেনারেল এই সিদ্ধান্তকে বড় খবর বলে উল্লেখ করেছেন। সূত্র: বিবিসি