হাসপাতালে বিল ক্লিন্টন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তার এক মুখপাত্র জানান, তার সংক্রমণ করোনা সংশ্লিষ্ট নয়। ক্লিন্টনের চিকিৎসকেরা জানিয়েছেন তার রক্তে সংক্রমণ দেখা দিয়েছে।

মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা এক টুইট বার্তায় জানান, ৭৫ বয়সী ক্লিন্টনকে বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আরভিনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার করোনা হয়নি, এর বাইরে বিস্তারিত আর কিছু জানাননি তিনি। উরেনা বলেন, ‘তিনি ভালো আছেন, সুস্থ হয়ে উঠছেন আর চমৎকার সেবা দেওয়ায় চিকিৎসক, নার্স এবং কর্মীদের প্রতি কৃতজ্ঞ।’

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার আরভিন মেডিক্যাল সেন্টার নিশ্চিত করেছে বিল ক্লিন্টন ভর্তি হয়েছেন। তবে এর বেশি কিছু জানায়নি তারা।

ক্লিন্টনের চিকিৎসকদের একটি বিবৃতি টুইট করেছেন উরেনা। তাতে বলা হয়েছে ক্লিন্টনকে নিবিড় পর্যবেক্ষণ এবং শিরায় অ্যান্টিবায়োটিক ও তরল প্রয়োগের জন্য ভর্তি করা হয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন তারা ক্লিন্টনের নিউ ইয়র্কভিত্তিক চিকিৎসক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তারা বলেছেন, আশা করছি শিগগিরই তিনি বাড়ি ফিরতে পারবেন।

১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত আমেরিকার ৪২তম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন বিল ক্লিন্টন। ২০০৪ সালে ৫৮ বছর বয়সে তার বাইপাস অপারেশন হয়। ওই ঘটনার পর থেকে চর্বিযুক্ত খাবারে অভ্যস্ত ক্লিন্টন ভেগান ডায়েট শুরু করেন।