ক্ষেপণাস্ত্র ইস্যুতে ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এড়ানোর আহ্বান মার্কিন সিনেটরের

রাশিয়ার ক্ষেপণাস্ত্র কেনায় ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ না করতে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন দুই মার্কিন সিনেটর। এই আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট বাইডেনকে চিঠি দিয়েছেন মার্কিন সিনেটর এবং ইন্ডিয়া ককাসের দুই কো-চেয়ার মার্ক ওয়ার্নার এবং জন করনিন।

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে ৫৪৩ কোটি ডলারের চুক্তি করেছে ভারত। দীর্ঘ মেয়াদি নিরাপত্তা প্রয়োজন মেটাতে ২০১৯ সালে এই চুক্তি স্বাক্ষর হয়। ওয়াশিংটন ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছে রুশ প্রতিরক্ষা কেনায় নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে ভারত।

দুই সিনেটরের চিঠিতে বলা হয়েছে, ‘সোভিয়েত ইউনিয়ন এবং পরে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার দীর্ঘ ইতিহাস থাকলেও রুশ সামরিক সরঞ্জাম কেনার পরিমাণ কমাতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে ভারত। রাশিয়ার সঙ্গে প্রাথমিক চুক্তি স্বাক্ষরের দুই বছরের মাথায় ২০১৮ সালে ভারত আনুষ্ঠানিকভাবে রাশিয়ান এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে সম্মত হয়।’

সিনেটররা বলেছেন, ভারতের এস-৪০০ কেনা নিয়ে প্রশাসনের উদ্বেগ তাদেরও রয়েছে। তবে দিল্লি ও মস্কোর মধ্যে এই ধরণের কেনাকাটা কমে এসেছে বলে জানান তারা।

ভারতের কাছে যুক্তরাষ্ট্রের উদ্বেগ তুলে ধরার পরামর্শ দিয়েছেন সিনেটররা। তারা গঠনমূলকভাবে রুশ সরঞ্জামের বিকল্প তুলে ধরার পরামর্শ দিয়েছেন।