ভ্রমণ নিষেধাজ্ঞা পরিস্থিতি মূল্যায়নের সুযোগ করে দেবে: ফাউচি

দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে ওমিক্রন ভ্যারিয়েন্টকে আরও ভালোভাবে মূল্যায়নের জন্য সময় পাওয়া যাবে। এনবিসি নিউজের টুডে শো-তে এমন মন্তব্য করেছেন হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউসি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়নি। কিন্তু ইতোমধ্যেই ইসরায়েল, বেলজিয়াম এবং অন্যান্য জায়গায় ভ্রমণ সম্পর্কিত সংক্রমণ শনাক্ত হয়েছে।

করোনাভাইরাসের অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে দুনিয়াজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় এরইমধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে এমন দেশগুলোর সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিভিন্ন দেশ। আফ্রিকার সাত দেশের ওপর ভ্রমণে বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সাত দেশ হলো দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসেথো, এসওয়াতিনি ও মোজাম্বিক। এসব দেশ থেকে যুক্তরাষ্ট্রমুখী বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। এই দেশগুলো থেকে শুধু মার্কিন নাগরিকরাই ফিরতে পারবেন বলে জানিয়েছে ওয়াশিংটন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ বিষয়ক কারিগরি কমিটির প্রধান মারিয়া ভন কারখোভ। তিনি বলেন, ‘ওমিক্রনকে উদ্বেগের ভ্যারিয়েন্ট বলা হচ্ছে। কেননা, এর ভেতর দুশ্চিন্তা করার মতো কিছু বৈশিষ্ট্য দেখা গেছে। এতে অনেক মিউটেশন দেখা গেছে। কিছু মিউটেশন (জিনগত পরিবর্তন) সত্যিই উদ্বেগের।’ সূত্র: আল জাজিরা, এনবিসি নিউজ।