যুক্তরাষ্ট্রের স্কুলে হামলাকারী শিক্ষার্থীর মা-বাবা গ্রেফতার

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি স্কুলে সম্প্রতি গুলি করে চারজনকে হত্যার ঘটনায় হামলাকারী শিক্ষার্থীর মা-বাবাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাজ্যের ডেট্রয়েট শহরে পুলিশের হাতে গ্রেফতার হন জেমস ক্রাম্বলি এবং জেনিফার ক্রাম্বলি নামের এই দম্পতি।

পুলিশ জানিয়েছে, ডেট্রয়টের একটি ওয়্যারহাউসের বেজমেন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তারা নিরস্ত্র অবস্থায় ছিল।

এর আগে তাদের ধরিয়ে দিতে ১০ হাজার ডলারের পুরস্কার ঘোষণা করে আইন প্রয়োগকারী সংস্থা।

ডেট্রয়েট শহরের পুলিশ প্রধান জেমস হোয়াইট সাংবাদিকদের জানিয়েছেন, ইথানের মা-বাবাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার এ দম্পতির বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড সংঘটনের অভিযোগ আনা হয়। ওকল্যান্ডের কাউন্টি প্রসিকিউটরদের অভিযোগ, বাবা জেমস ক্রাম্বলি তার ছেলে ইথান ক্রাম্বলিকে সঙ্গে নিয়ে ওই বন্দুক কিনেছিলেন। স্কুল কর্তৃপক্ষ ইথানের আচরণ নিয়ে দফায় দফায় সতর্ক করলেও তার মা জেনিফার ক্রাম্বলি সেটি কানে তোলেননি।

অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত হওয়ার পরও শুক্রবার আদালতে হাজির হতে ব্যর্থ হন এই দম্পতি। তবে শনিবার গ্রেফতারের পর ওই হত্যাকাণ্ডের ঘটনায় ‘দোষী নন’ বলে দাবি করেছেন তারা।

তাদের আইনজীবী বিবিসিকে বলেছেন, ওই দম্পতি নিজেদের নিরাপত্তার জন্য রাতে শহর ছেড়েছিলেন। তারা পালিয়ে যাচ্ছিলেন না।

আইনজীবী এমন দাবি করলেও জানা গেছে, ওই দম্পতি এটিএম থেকে চার হাজার ডলার উত্তোলন করে এবং নিজেদের মোবাইল ফোন বন্ধ করে রাখে।

মার্কিন আইনে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডে দোষী সাব্যস্তদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার মিশিগান অঙ্গরাজ্যের অক্সফোর্ড শহরের অক্সফোর্ড হাই স্কুলে চালানো ওই বন্দুক হামলায় নিহত হয় চার শিক্ষার্থী। তাদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। এছাড়া আহত হন এক শিক্ষকসহ আরও ছয়জন।

হামলার পর ইথান ক্রাম্বলিকে আটকের পাশাপাশি তার কাছ থেকে একটি বন্দুকও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রসিকিউটররা বলছেন, সহপাঠীদের গুলি করার জন্য বাবার বন্দুকটিই ব্যবহার করেছিল ইথান। সূত্র: বিবিসি, সিএনএন।