বিলিয়ন ডলারের বিনিয়োগ পাওয়ার দাবি ট্রাম্পের সোশ্যাল মিডিয়া কোম্পানির

বিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া কোম্পানি। শনিবার এমন দাবি করেছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি)। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

টিএমটিজি-র দাবি, এক বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যাপারে বিনিয়োগকারীদের সঙ্গে তারা চুক্তিতে উপনীত হয়েছে।

২০২১ সালের অক্টোবরে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি) চালু করেন ডোনাল্ড ট্রাম্প। এর অধীনে ট্রুথ সোশ্যাল নামের নতুন একটি সোশ্যাল মিডিয়া নিয়ে আসতে চান তিনি। বিবিসি জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি চালু করতে চান ট্রাম্প।

সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম, বিশেষ করে টুইটারের সঙ্গে পাল্লা দিতেই নতুন ওই অ্যাপটি চালুর পরিকল্পনা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে গত ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের পর মূল ধারার প্রায় সবকটি সোশ্যাল মিডিয়া থেকে ছিটকে পড়েন ট্রাম্প। তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার। অথচ প্ল্যাটফর্মটিতে তিনি বেশ জনপ্রিয় ছিলেন।