কলোরাডোয় ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে। ১৬০ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়েছে আগুন। পুড়ে গেছে অনেক বাড়ি-ঘর। দুর্ঘটনা এড়াতে জরুরিভিত্তিতে রাজ্যের কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়েছেন উদ্ধারকারীরা।

বিবিসির খবরে বলা হয়েছে, অব্যাহত দাবানল ডেনভারের উত্তরে বোল্ডার কাউন্টিতে দ্রুত ছড়াচ্ছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, দাবানলের তাণ্ডবে মৃত্যু ও আহতের আশঙ্কা রয়েছে।

সংবাদমাধ্যমকে কলোরাডোর মেয়র জানিয়েছেন, ভয়াবহ আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি। দমকলকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। ওই অঞ্চলের দুই এলাকার মানুষকে সরিয়ে নিতে হয়েছে। তারা আপাতত নিরাপদ স্থানে রয়েছেন।

মেয়রের বক্তব্য অনুযায়ী অন্তত কয়েক হাজার মানুষ গৃহহীন। বাড়িঘর ছেড়ে তারা চলে আসতে বাধ্য হয়েছেন অনেকে। লুইসিভিল এবং সুপরেরিয়র শহরের প্রায় ৩০ হাজার বাসিন্দাকে বৃহস্পতিবার তাদের বাড়ি ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি অবনতিতে রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর।

বোল্ডার কাউন্টির শেরিফ জো পেলে বলেন, এখন পর্যন্ত আগুনের তীব্রতায় ৩৭০টির বেশি ঘর পুড়ে গেছে। স্থানীয় একটি শপিং মল পুড়ে ছাই হয়ে গেছে। এখন পর্যন্ত আহত হন ছয়জন।

চলতি বছরে কলোরাডো রাজ্যে ভয়াবহ খড়া দেখা দেয়। জলবায়ু পরিবর্তনের কারণেই এমন পরিস্থিতি দাঁড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।