১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজারের বুস্টার ডোজের অনুমোদন যুক্তরাষ্ট্রের

১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজার ও বায়োএনটেক-এর তৈরি করোনা টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)-এর তরফে এই অনুমোদন দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রাথমিক ডোজের পর বুস্টার শট নেওয়ার সময়সীমাও কমানো হয়েছে। এই সময়সীমা ছয় মাস থেকে কমিয়ে পাঁচ মাস করা হয়েছে।

এফডিএ জানিয়েছে, তারা ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রদত্ত বুস্টার ডোজগুলোর সুরক্ষা সম্পর্কিত ডাটা এবং বাস্তব দুনিয়ার প্রমাণ পর্যালোচনা করে দেখেছে। এর মধ্যে ১২ থেকে ১৫ বছর বয়সী ছয় হাজার ৩০০ জন ব্যক্তির ডাটা রয়েছে যারা ফাইজারের ডোজ পেয়েছে।