করোনা আক্রান্ত সন্তানকে গাড়িতে আটকে রাখলেন মা

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত সন্তানকে গাড়িতে আটকে রাখার দায়ে একজন নারীকে গ্রেফতার করা হয়েছে। ওই নারী টেক্সাসের একজন শিক্ষিকা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ওই নারীর বিরুদ্ধে অভিযোগ, একটি পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় নিজেকে ভাইরাসের সংস্পর্শ থেকে সুরক্ষিত রাখতে সন্তানকে গাড়ির বুটে (স্টোরেজ অংশ) আটকে রাখেন তিনি।

সারাহ বিম নামের ৪১ বছরের ওই নারীর বিরুদ্ধে একটি শিশুকে বিপন্ন করে তোলার অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।

ক্লিকটু হিউস্টন ডটকমের তথ্য অনুযায়ী, গত ৩ জানুয়ারি টেক্সাসের হ্যারিস কাউন্টিতে গাড়ির ট্রাঙ্কে আওয়াজ শুনে পুলিশে খবর দেন একজন প্রত্যক্ষদর্শী। পরে ওই নারী গাড়ির বুট খুললে ভেতরে তার সন্তানকে পড়ে থাকতে দেখা যায়।

সারাহ বিম বলেন, তার ১৩ বছর বয়সী ছেলের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে আরেকটি পরীক্ষা করানোর জন্য তিনি তাকে প্রিজোন স্টেডিয়াম এলাকায় নিয়ে যাচ্ছিলেন।

ওই নারীর বক্তব্য, সন্তানকে তিনি গাড়ির বুটে রেখেছিলেন। কারণ তিনি নিজে সংক্রমিত হতে চাননি। তবে একজন স্বাস্থ্যকর্মী তাকে বলেছিলেন, বালকটিকে গাড়ির পেছনের সিটে বসতে না দেওয়া পর্যন্ত কোনও করোনা পরীক্ষা করা হবে না।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, ২০১১ সাল থেকে সাইপ্রেস ফলস হাই স্কুলে শিক্ষকতা করছেন সারাহ বিম। তবে বর্তমানে তিনি প্রশাসনিক ছুটিতে আছেন।

সাই-ফেয়ার আইএসডি পুলিশ বিভাগ বলেছে, সিএফপিডিকে সতর্ক করা হয়েছিল যে, একটি শিশু এই সপ্তাহের গোড়ার দিকে কোভিড ১৯ টেস্টিং সাইটে ড্রাইভ-থ্রুতে একটি গাড়ির ট্রাঙ্কে ছিল।

টেক্সাসের জননিরাপত্তা বিভাগের সার্জেন্ট রিচার্ড স্ট্যান্ডিফার স্থানীয় একটি টেলিভিশনকে বলেন, গাড়িটি কোনওভাবে ধাক্কা খেলে ছেলেটি গুরুতরভাবে আহত হতে পারতো। করোনা ধরা পড়ায় কাউকে কাউকে গাড়ির ট্রাঙ্কে রাখা হয়েছে; এমন কথা এর আগে আমি কখনও শুনিনি।