যুক্তরাষ্ট্রে নার্সিং হোমগুলোতে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা

করোনাভাইরাসের অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের ফলে যুক্তরাষ্ট্রের নার্সিং হোমগুলোতে ফের বাড়ছে আক্রান্তের সংখ্যা। একইসঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি।

প্রতিবেদনে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে নার্সিং হোমগুলোতে থাকা ব্যক্তিদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের সাক্ষাতের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কোভিডের পূর্ণ ডোজ টিকা এবং বুস্টার ডোজ নিতে নার্সিং হোমের বাসিন্দা ও কর্মীদের উৎসাহিত করা হচ্ছে।

করোনার প্রথম দিকে নার্সিং হোমগুলো যেন ছিল মহামারির প্রাণঘাতী কেন্দ্র। এক পর্যায়ে ভ্যাকসিন চলে আসে। কিছুটা কমে যায় কোভিডের তীব্রতাও। তবে ওমিক্রন ভ্যারিয়েন্টের ফলে ফের এগুলোতে সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছে।

এদিকে যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের সঙ্গে বসবাসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে (সিএসআইএস) এক আলাপচারিতায় ড. ফাউচি বলেন, করোনা নির্মূলের চিন্তা অবাস্তব। ওমিক্রনের সংক্রমণ ছড়ানোর অস্বাভাবিক, নজিরবিহীন দক্ষতার কারণে চূড়ান্তভাবে সবাই আক্রান্ত হবে।

কোভিডের সংক্রমণ ক্ষমতা, নতুন ভ্যারিয়েন্টে পরিবর্তনের দক্ষতা এবং বিপুল সংখ্যক টিকা না নেওয়া মানুষের কথা উল্লেখ করে ড. ফাউচি বলেন, ‘এই ভাইরাস নির্মূলের কোনও উপায় নেই।’