ইউক্রেন সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

রুশ-ইউক্রেন সীমান্ত ঘিরে উত্তেজনা প্রশমনের উদ্যোগ ব্যর্থ হওয়ার পর কিয়েভ সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। মঙ্গলবার ইউক্রেন পৌছানোর পর তিনি প্রেসিডেন্ট ভলোদিমায়ার জেলেনস্কি এবং পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে বৈঠক করবেন।

ইউক্রেন সীমান্তে ক্রেমলিনের হাজার হাজার সেনা মোতায়েনের বিষয়ে গত সপ্তাহে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে আলোচনা উত্তেজনা নিরসনে ব্যর্থ হয়েছে। এরপরই ইউক্রেন সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এই সফরের মধ্য দিয়ে তিনি দেশটির প্রতি মার্কিন সমর্থনের জানান দেবেন।

বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমায়ার জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠকে তিনি ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার বার্লিন যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন সংকট নিয়ে সেখানে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে চার দিনের আলোচনায় অংশ নেবেন।

ইউক্রেন সফরের ঘোষণা দেওয়ার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অ্যান্টনি ব্লিনকেন মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরভের সঙ্গে ফোনে কথা বলেছেন। এই ফোনালাপে উত্তেজনা নিরসনে চলমান কূটনৈতিক উপায় অনুসরণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।