মাস্ক নিয়ে বিরোধ, মাঝ পথ থেকে ফিরলো বিমান

একজন নারী যাত্রী মাস্ক পরতে অস্বীকার করায় অ্যামেরিকান এয়ারলাইন্সের মিয়ামি থেকে লন্ডনগামী একটি ফ্লাইট মাঝপথ থেকে ফেরত এসেছে। ১২৯ যাত্রী নিয়ে মিয়ামি ফেরত আসার পর মাস্ক পরতে অস্বীকৃতি জানানো নারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

বুধবারের অ্যামেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৩৮-এ এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে কোম্পানিটি। এক বিবৃতিতে এয়ারলাইন্সটি আরও জানায়, অ্যামেরিকান এয়ারলাইন্সে ভ্রমণের নিষিদ্ধ তালিকায় ৪০-এর কোটার এই নারীকে অন্তর্ভূক্ত করা হয়েছে। ঘটনাটির তদন্ত করা হবে।

ফ্লাইটের পতিপথে নজর রাখা একটি সংস্থার তথ্য মতে, বুধবারের এই ফ্লাইটটি যাত্রা শুরু করার এক ঘণ্টার মধ্যে ফেরত আসে।

ফেরত আসা যাত্রীদের বৃহস্পতিবার আরেকটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পাঠানো হবে।

এক যাত্রী জানিয়েছেন, এই ঘটনায় সবাই হতবাক।

আরেক যাত্রী বলেছেন, তিনি খুব হতাশ। বলেন, তারা আমাদের কিছুই বলেনি। ফ্লাইট অ্যাটেনডেন্টদেরও কিছু বলা হয়েছে বলে আমি মনে করি না।