পলাতক ৪ বানরের খোঁজে মার্কিন পুলিশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি গবেষণাগারে নেওয়ার পথে ১০০ বানর বহনকারী একটি ট্রাক দুর্ঘটনায় পড়েছে। এসময় ট্রাক থেকে পালিয়ে গেছে চারটি বানর। যুক্তরাষ্ট্রের পুলিশ পলাতক এই চার বানরকে ধরতে তল্লাশী চালাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

শুক্রবার দুপুরে বানরবাহী ট্রাকটির সঙ্গে পেনসিলভানিয়ার একটি সড়কে ময়লার ট্রাকের সংঘর্ষ হয়। এতে কেউ আহত হয়নি। তবে কয়েকটি বানর পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ দুটি বানরের অবস্থান শনাক্ত করতে পেরেছে। কিন্তু কর্তৃপক্ষ এখনও তাদের ধরার চেষ্টা করছে। অপর দুটি বানর এখনও পলাতক।

করোনাভাইরাসের টিকার গবেষণার জন্য লম্বা লেজের এই বানরগুলোর চাহিদা রয়েছে।

পেনলিসভানিয়ার পুলিশ ট্রুপার আন্দ্রিয়া পেলাচিক মনটউর কাউন্টিতে পলাতক বানর ধরতে অভিযানের কথা নিশ্চিত করেছেন।

বানরগুলোকে দেখতে জনগণকে দূরত্ব বজায় রাখার পরামর্শ এবং ৯১১-এ ফোন দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।