ডব্লিউএইচও-কে শক্তিশালী করার পরিকল্পনার বিরোধিতা যুক্তরাষ্ট্রের

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) শক্তিশালী করার পরিকল্পনার বিরোধিতা করছে সংস্থাটির শীর্ষ দাতা দেশ যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট চার জন কর্মকর্তা জানিয়েছেন, সংস্থাটিকে আরও স্বাধীন করার প্রস্তাবে আপত্তি জানিয়েছে ওয়াশিংটন। এ ঘটনায় সংস্থাটিতে বাইডেন প্রশাসনের দীর্ঘমেয়াদী সমর্থন নিয়ে সংশয় তৈরি হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

সম্প্রতি অনলাইনে এ সংক্রান্ত একটি নথি প্রকাশিত হয়েছে। সংস্থার টেকসই অর্থায়নের লক্ষ্যে গত ৪ জানুয়ারি এটি তৈরি করে ডব্লিউএইচও-এর ওয়ার্কিং গ্রুপ। এতে সব সদস্য রাষ্ট্রের স্থায়ী বার্ষিক চাঁদা বা অনুদানের অর্থ বাড়ানোর প্রস্তাব করা হয়।

এই পরিকল্পনাটি কোভিড মহামারির ফলে উদ্ভূত একটি বিস্তৃত সংস্কার প্রক্রিয়ার অংশ। এ সংক্রান্ত প্রস্তাবিত খসড়ায় সংকটের প্রথম দিকে ডব্লিউএইচও-এর সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে।

মার্কিন কর্মকর্তারা অবশ্য রয়টার্সকে জানিয়েছেন, ওয়াশিংটন এই সংস্কারের বিরোধিতা করার কারণ রয়েছে। এই কারণটি হচ্ছে, চীনসহ ভবিষ্যতের হুমকি মোকাবিলায় ডব্লিউএইচও-এর সামর্থ্য নিয়ে হোয়াইট হাউসের উদ্বেগ রয়েছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডব্লিউএইচও-কে আরও শক্তিশালী করার বদলে সরাসরি দাতাদের দ্বারা নিয়ন্ত্রিত একটি পৃথক তহবিল তৈরির জন্য চাপ দেওয়া হচ্ছে। এই তহবিল থেকে স্বাস্থ্যগত জরুরি অবস্থা মোকাবিলায় অর্থায়ন করা সম্ভব হবে।

আলোচনায় যুক্ত চার জন ইউরোপীয় কর্মকর্তা ডব্লিউএইচও-এর তহবিল বাড়ানোর পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের বিরোধিতার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মিডিয়ার সঙ্গে কথা বলার জন্য অনুমোদিত ব্যক্তি না হওয়ায় তারা নিজেদের নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের তরফে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।