ছবি তোলার চেষ্টা, ৭০০ ফুট নিচে পড়ে পর্বতারোহীর মৃত্যু

ছবি তুলতে গিয়ে ঘটে গেলে ভয়াবহ বিপদ। ছবি তুলতে গিয়ে পা পিছলে ৭০০ ফুট নিচে চলে যায় এক পর্বতারোহী। পরবর্তীতে তার লাশ পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে সোমবার যুক্তরাষ্ট্রের লস্ট ডাচম্যান পার্কে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

শেরিফের মুখপাত্র লরেন রেইমার ই-মেইলের মাধ্যমে সংবাদমাধ্যমটিকে জানান, ২১ বয়সী রিচার্ড জ্যাকবসনের লাশ ফ্ল্যাট আয়রন ট্রেইলেরর প্রায় ৭০০ ফুট নিচে পাওয়া গেছে। জ্যাকবসনের সফরসঙ্গী তার বন্ধু রাত ১২টা ৪৫ এর দিকে ৯১১ জরুরি নম্বরে কল দিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে অ্যারিজোনার জননিরাপত্তা বিভাগ কর্তৃপক্ষ হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারে নামলে তার মরদেহ উদ্ধার করে। শেরিফ জানিয়েছে, পার্কটি ফোনিক্স থেকে প্রায় ৪০ মাইল দূরে।

ফ্যামিলি মেডিসিন অ্যান্ড প্রাইমারি কেয়ার জার্নালের ২০১৮ সালের এক সমীক্ষায় দেখা গেছে, বিশ্বজুড়ে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন আড়াই শতাধিক মানুষ।