পিটসবার্গে বাইডেনের সফরের আগে সেতু ধসে আহত ১০

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পেনসিলভেনিয়ার পিটসবার্গ সফরে যাওয়ার কয়েক ঘণ্টা আগে সেখানে একটি সেতু ধসের ঘটনা ঘটেছে। শুক্রবারের এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবামাধ্যম বিবিসি।

স্থানীয় সময় শুক্রবার ভোরে ফোর্বস অ্যাভিনিউ এলাকায় অবস্থিত অর্ধশত বছর আগের সেতুটি ধসে পড়ে। এর কয়েক ঘণ্টার মাথায় পিটসবার্গ সফরে যাওয়ার সময় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রেসিডেন্ট জো বাইডেন।

পরে পিটসবার্গে দেওয়া ভাষণে সারাদেশের দুর্বল হয়ে পড়া সব সেতু মেরামতের ঘোষণা দেন বাইডেন।

বিবিসি জানিয়েছে, শুক্রবার দুর্ঘটনার শিকার হওয়া সেতুটি ছিল একটি পাহাড়ি খাদের ওপর। ধসে পড়ার সময় সেখানে একটি বাসসহ ছয়টি গাড়ি ছিল। এ ঘটনায় সেতুর নিচ দিয়ে যাওয়া একটি গ্যাস পাইপলাইনও ভেঙে পড়ে। ফলে স্থানীয় বাসিন্দাদের এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। সাবধানতার অংশ হিসেবে সংলগ্ন এলাকার কয়েকটি পরিবারকে সেখান থেকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় আহতদের আঘাত খুব গুরুতর না হলেও তাদের মধ্যে তিন জনকে হাসপাতালে নিতে হয়েছে।

তাৎক্ষণিকভাবে সেতু ধসের কারণ জানা যায়নি। তবে ২০১৯ সালের মূল্যায়নে কাঠামোটি দুর্বল হয়ে পড়ার ইঙ্গিত মিলেছিল জানান পিটসবার্গের মেয়র এড গেইনি।