পোল্যান্ডের কাছে ২৫০টি আব্রাম ট্যাংক বিক্রি করবে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ঘোষণা দিয়েছেন, পোল্যান্ডের কাছে ২৫০টি আব্রাম ট্যাংক বিক্রি করবে যুক্তরাষ্ট্র। শুক্রবার পোল্যান্ড সফরে তিনি এই ঘোষণা দেন। ইউক্রেন ও রাশিয়ার চলমান উত্তেজনার মধ্যে পূর্ব ইউরোপীয় মিত্রদের প্রতিরক্ষা শক্তিশালী করার অংশ হিসেবে এই ট্যাংক বিক্রি করছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

প্রতিবেশী বেলারুশে রাশিয়ার সেনা উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে আছে পোল্যান্ড। ইউক্রেনকে ঘিরে রাশিয়ার সেনা সমাবেশের অংশ হিসেবে বেলারুশে অবস্থান করছে রুশ সেনারা। যুক্তরাষ্ট্র ও ন্যাটো বলছে, ইউক্রেনে হামলা চালাতে এই উদ্যোগ নিয়েছে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আক্রমণের পরিকল্পনার কথা অস্বীকার করে আসছেন। তবে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে রাশিয়ার নিরাপত্তা নিশ্চয়তার দাবি তুলে ধরেছেন। যাতে অন্তর্ভুক্ত রয়েছে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ না দেওয়া।

ওয়ারশতে অস্টিন বলেন, কিছু রুশ সেনা পোলিশ সীমান্তের ২০০ মাইলের মধ্যে রয়েছে। রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায় তাহলে পোল্যান্ডের সীমান্তে লাখো বাস্তুচ্যুত ইউক্রেনীয়কে দেখা যাবে, তা যুদ্ধের ভয়াবহতা থেকে নিজেদের এবং তাদের পরিবারকে রক্ষার চেষ্টা করবেন।

আব্রাম ট্যাংক বিক্রি করা যুক্তরাষ্ট্র ও পোল্যান্ডের মধ্যে প্রতিরক্ষঅ সম্পর্ক জোরদার ও গভীর হওয়ার ইঙ্গিত। আগামীতে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করা হতে পারে দেশটিতে।

এর আগে পোল্যান্ডে অতিরিক্ত পাঁচ হাজার সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইউক্রেন সংকটে মার্কিন পদক্ষেপ হিসেবে পোল্যান্ডে যুদ্ধবিমানসহ বেশ কিছু সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, পুতিন যা চান না তা হলো রাশিয়ার কাছাকাছি শক্তিশালী ন্যাটো ইউনিট। অথচ এখন সেটাই ঘটছে।