টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনলেন ইলন মাস্ক

টুইটারের শেয়ার কিনেছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ সংস্থা স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্ক। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কিনেছেন তিনি। সোমবার মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

ইলন মাস্কের শেয়ার কেনার খবরে এক ধাক্কায় টুইটারের শেয়ারের দাম ২৬ শতাংশের মতো বেড়েছে।

টুইটারের জনপ্রিয় ব্যবহারকারীদের একজন ইলন মাস্ক। প্ল্যাটফর্মটিতে তিনি বেশ অ্যাকটিভ। প্রায়ই বিভিন্ন টুইট করেন। এমনকি নিজেই রিপ্লাই দেন, মেসেজে কথা বলেন সাধারণ টুইটার ব্যবহারকারীদের সঙ্গে।