ইউক্রেনে আরও অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র: বাইডেন

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনে আরও অস্ত্র সহায়তা পাঠাবে যুক্তরাষ্ট্র। এমন পরিকল্পনার কথা নিজেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে পৌঁছালে সাংবাদিকরা প্রশ্ন রাখেন ইউক্রেনেও আরও আর্টিলারি পাঠানো হবে কিনা। জবাবে বাইডেন হ্যাঁ উত্তর দেন।

তবে ইউক্রেন এবার কোন ধরনের অস্ত্র সহায়তা পাঠানো হবে তা স্পষ্ট করেননি প্রেসিডেন্ট বাইডেন।

সম্প্রতি ৮০ কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তা প্যাকেজ পাঠানোর ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এরই অংশ হিসেবে সামরিক সরঞ্জাম আসতে শুরু করেছে ইউক্রেনে। এরমধ্যে একাধিক এমআই-১৭ হেলিকপ্টার, কামানসহ ড্রোনও রয়েছে।

ইউক্রেনকে যখন পশ্চিমা দেশগুলো সামরিক সহায়তা দিয়ে আসছে তখন এর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। ইউক্রেনকে অস্ত্র সহায়তা না পাঠালে পরিণতি ভোগ করতে হবে বলে জানিয়েছে রাশিয়া।