সামরিক নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বাইডেন

ইউক্রেনে চলমান যুদ্ধ নতুন ঝুঁকিপূর্ণ ধাপে প্রবেশের পর যুক্তরাষ্ট্রের সামরিক নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার হোয়াইট হাউজে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এটি নিয়মিত বার্ষিক বৈঠক হলেও ইউক্রেন পরিস্থিতির কারণে বিশেষ গুরুত্ব বহন করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র জানান, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জফেন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মাইলি ও সিনিয়র সামরিক নেতারা বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর প্রেসিডেন্টের বাসভবনে নেতারা সস্ত্রীক নৈশভোজ করবেন।

বার্ষিক সামরিক নীতির বৈঠকে সাধারণ নতুন কোনও সিদ্ধান্ত নেওয়া হয় না। এই বছরের এজেন্ডায় অনেক ইস্যু রয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে কর্মকর্তারা আশঙ্কা করছেন আগামীতে ইউরোপীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে পারে।

আসন্ন দিনগুলোতে ইউক্রেনের জন্য আরেকটি সামরিক সহযোগিতা ঘোষণা করতে পারে। যা গত সপ্তাহের প্রতিশ্রুত ৮০০ মিলিয়ন ডলারের কাছাকাছি হবে।

ইউক্রেনে মার্কিন সেনারা সরাসরি যুদ্ধ করছে না। তারা পরোক্ষাভাবে সক্রিয় রয়েছে। ইউক্রেনীয়দের অস্ত্র সরবরাহ, প্রশিক্ষণ ও অর্থ দিচ্ছে যুক্তরাষ্ট্র।