গ্যাস সরবরাহে পোল্যান্ড ও বুলগেরিয়াকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রুশ গ্যাসের সরবরাহ বন্ধ হওয়ার ফলে পোল্যান্ড ও বুলগেরিয়াকে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র মিত্রদের সঙ্গে কাজ করবে এবং প্রাকৃতিক গ্যাস গতিমূখ বদলে দেশ দুটির কাছে বিক্রি করা হতে পারে। বৃহস্পতিবার তিনি একথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ইউরোপের দুই দেশ পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া। ইউক্রেনের মিত্র এই দেশ দুটিও তা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম বুধবার (২৭ এপ্রিল) থেকে তাদের সরবরাহ বন্ধের কথা জানিয়ে দিয়েছে।

বাইডেন বলেন, পোল্যান্ড ইঙ্গিত দিয়েছে তাদের কাছে উল্লেখযোগ্য গ্যাসের মজুত রয়েছে। বুলগেরিয়ার মজুত খুব বেশি না।

তিনি আরও বলেন, আমরা মিত্র জাপানের সঙ্গে কাজ করছি। হয়ত তাদের বিক্রিত কিছু প্রাকৃতিক গ্যাসে পোল্যান্ড ও বুলগেরিয়া যেতে পারে। এই পর্যায়ে এটুকু আমি বলতে পারছি।

সম্প্রতি ‘অবন্ধুসুলভ’ দেশগুলোকে রুশ জ্বালানি নিতে হলে ডলারের বদলে রাশিয়ান মুদ্রা রুবলে অর্থ পরিশোধের বাধ্যবাধকতা আরোপের ঘোষণা দেয় মস্কো। অন্যথায় তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তবে মস্কোর ওই শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানায় পোল্যান্ড ও বুলগেরিয়া। একারণে তাদের গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে বলে দাবি করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ।