ট্রাম্পের টুইটার নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন ইলন মাস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সুখবর নিয়ে এলেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। টুইটারে ব্যবহারে ট্রাম্পের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে তা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন তিনি।

টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক সম্প্রতি প্রায় ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নিতে সম্মত হন। কিছু আনুষ্ঠানিকতা এখনও বাকি রয়ে গেছে। তিনি জানান, চুক্তি সমপন্ন হতে আগামী দুই থেকে তিন মাস সময় লাগতে পারে।

ফিন্যাসিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ইলন মাস্ক বলেন, টুইটার সফলভাবে কেনা হয়ে গেলে, ট্রাম্পের টুইটার নিষেধাজ্ঞাটি তুলে নেওয়া হবে। সাবেক প্রেসিডেন্টকে টুইটারে নিষিদ্ধ নৈতিকভাবে ভুল ও নির্বোধ সিদ্ধান্ত। আমি ওই স্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করবো। ডোনাল্ড ট্রাম্পকে টুইটার থেকে নিষিদ্ধ করা সঠিক ছিল না। স্থায়ীভাবে নিষেধাজ্ঞা বিরল।'

গত মার্কিন নির্বাচন পরবর্তী ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনায় উসকানির অভিযোগে ট্রাম্পকে নিষিদ্ধ করে টুইটার।

সূত্র: বিবিসি।