স্বামীর গ্রেফতার নিয়ে কথা বলবেন না মার্কিন স্পিকার

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সন্দেহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে ক্যালিফোর্নিয়ার নাপা কাউন্টিতে আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর তাকে আটক করা হয়। এই বিষয়ে স্পিকারের মুখপাত্র জানিয়েছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে ন্যান্সি পেলোসি মন্তব্য করবেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

বিবিসি’র খবরে বলা হয়েছে, দুই গাড়ির সংঘর্ষে কেউ আহত হয়নি। অপর গাড়ির চালককে গ্রেফতার করা হয়নি।

৮২ বছর বয়সী পল পেলোসির বিরুদ্ধে দুটি বেআইনি কাজের অভিযোগ আনা হয়েছে। তার জামিনের জন্য ৫ হাজার ডলার জামানত ধার্য করা হয়েছে।

এই ঘটনার সময় ন্যান্সি পেলোসি ব্রাউন ইউনিভার্সিটিতে বক্তব্য দিচ্ছিলেন। তার মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ব্যক্তিগত বিষয়ে তিনি মন্তব্য করবেন না।

পল পেলোসি তার গ্রেফতারের বিষয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

তাকে পুলিশ কাস্টডিতে অবস্থানরত হিসেবে তালিকাভুক্ত করা হয়নি।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল জানায়, পল পেলোসি স্টেট রুট-২৯ অতিক্রমের চেষ্টা করছিলেন। এসময় ৪৮ বছর বয়সী এক ব্যক্তির জিপে আটকে যায় তার গাড়ি।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আইন অনুসারে, কোনও ব্যক্তির রক্তে যদি অ্যালকোহলের মাত্রা ০.০৮ শতাংশের বেশি হয় তাহলে তিনি গাড়ি চালাতে পারবেন না। পলের রক্তে এই মাত্রা কত ছিল তা জানায়নি কর্তৃপক্ষ।