এবার যুক্তরাষ্ট্রে কারখানায় সহকর্মীর গুলিতে নিহত ৩

আবারও বন্দুক হামলার ঘটনা ঘটলো যুক্তরাষ্ট্রে। এবার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের স্মিথবার্গ শহরে কারখানায় সহকর্মীর গুলিতে প্রাণ গেলো তিনজনের। আরও একজন গুরুতর আহত হয়েছেন। খবর আল জাজিরার।

ওয়াশিংটন কাউন্টি শেরিফ ডগ মুলেনডোর বলেছেন, বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ এর দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে নিরাপত্তা বাহিনী। হামলাকারী এবং নিহতরা একই জায়গায় কাজ করতো বলে জানা গেছে।

শেরিফের কার্যালয় জানিয়েছে, হামলাকারী ও তার গাড়ি সম্পর্কে বর্ণনা শুনে এক সন্দেহভাজনকে শনাক্ত করে পুলিশের সদস্যরা। পরে ওই ব্যক্তির গাড়ি থামানোর চেষ্টার সময় একটি আধা স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলি ছুড়তে শুরু করেন সন্দেহভাজন। এসময় পুলিশের এক সদস্য আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা পাল্টা গুলি ছুড়লে সন্দেহভাজনও আহত হন বলে জানা গেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একাধিক স্থানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। টেক্সাসে একটি প্রাইমারি স্কুলে অস্ত্রধারীর হামলায় ১৯ শিক্ষার্থী নিহত হয়। এর কিছুদিন আগেই নিউ ইয়র্কের সুপার মার্কেটে হামলায় প্রাণ হারান ১০ জন। যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলার ঘটনা বেড়ে যাওয়ায় অস্ত্র আইন কঠোর করার দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সূত্র: