যুক্তরাষ্ট্রের ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় বাংলাদেশ 

কোভিড পরিস্থিতি বিবেচনায় ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-এর তরফে এই সতর্কতা জারি করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। 

সোমবার বাংলাদেশসহ মোট ছয়টি দেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় যুক্ত করে সিডিসি। ওই তালিকায় থাকা দেশগুলো ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে। এতে বাংলাদেশ ছাড়া পাঁচ দেশ হলো বসনিয়া ও হার্জেগোভিনা, পোল্যান্ড, ফিজি, এল সালভাদর ও হন্ডুরাস।

২৮ দিনে প্রতি এক লাখ বাসিন্দার মধ্যে ১০০ জনেরও বেশি মানুষের কোভিড শনাক্ত হওয়া দেশগুলোকে এই তালিকায় যুক্ত করে থাকে সিডিসি। সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এটি হালনাগাদ করা হয়ে থাকে।

‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় বর্তমানে ১২০টিরও বেশি দেশের নাম রয়েছে। এরমধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ের মতো দেশের নামও রয়েছে।