জলবায়ু পরিবর্তন: মার্কিন সিনেটের অনুমোদন পেলো ঐতিহাসিক বিল

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক বিল দেশটির সিনেটে অনুমোদিত হয়েছে। এই বিলে দেশটি ইতিহাসে বৃহত্তম বিনিয়োগ ৩৬৯ বিলিয়ন ডলার তহবিল রয়েছে। ইনফ্ল্যাশন রিডাকশন অ্যাক্ট নামের বিলটির প্রবক্তারা বলছেন, এর ফলে ২০৩০ সালের মধ্যে দেশটির কার্বন নিঃসরণ ৪০ শতাংশ হ্রাস পাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

এই বিলে দেশটির বাড়িগুলোকে সাড়ে সাত হাজার কর ঋণ দেওয়া হবে ইলেক্ট্রিক গাড়ি কেনার জন্য এবং ব্যবহৃত গাড়ির জন্য ৪ হাজার ডলার।

বিলটি প্রেসিডেন্ট বাইডেনের একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা। এখন তা ডেমোক্র্যাটি নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে বিলটি অনুমোদনের জন্য পাঠানো হবে।  

এই সপ্তাহে প্রতিনিধি পরিষদে বিলটি পাস হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরপর বাইডেন স্বাক্ষর করলে তা আইনে পরিণত হবে।

বিবিসি’র খবরে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচন মাত্র তিন মাস দূরে থাকায় বিলটি পাসের পথ সুগম হওয়া ডেমোক্র্যাটদের জন্য আশার সংবাদ।

গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র ভয়াবহ বন্যা ও দাবানল প্রত্যক্ষ করেছে। জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণতা, শুকনো আবহাওয়ার কারণে দাবানলের ঝুঁকি বাড়ছে।