চিপ উৎপাদন এবং বিজ্ঞানে বিনিয়োগ বাড়ানোর নির্দেশে স্বাক্ষর বাইডেনের

চিপ উৎপাদন বৃদ্ধি এবং বিজ্ঞানে বিনিয়োগ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, মূলত চীনের মোকাবিলায় চিপ উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে বাইডেন প্রশাসন।

নতুন আইনে যুক্তরাষ্ট্রে তৈরি সেমিকন্ডাক্টরের উৎপাদন বৃদ্ধি, সরবরাহ চেইনের দুর্বলতা মোকাবিলা করা, অভ্যন্তরীণ বৈজ্ঞানিক গবেষণা শক্তিশালী করা এবং অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী করতে ৫২.৭ বিলিয়ন ডলার বরাদ্দের কথা বলা হয়েছে।

হোয়াইট হাউজে এ সংক্রান্ত অনুষ্ঠানে দেওয়া ভাষণে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র এবং পুরো দুনিয়া অর্থনীতি ও প্রযুক্তিতে একটি বাঁক বদলের মুখে রয়েছে।

তিনি বলেন, চিপ ও বিজ্ঞান আইন যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর তৈরির পদক্ষেপকে আরও জোরালো করবে।

৩০ বছর আগে বৈশ্বিক চিপ উৎপাদনের ৪০ শতাংশ যুক্তরাষ্ট্র উৎপাদন করতো বলে জানান বাইডেন। তিনি বলেন, গত বছর মূল মুদ্রাস্ফীতির এক-তৃতীয়াংশ অটোমোবাইল খাতের উচ্চ মূল্যের কারণে ছিল। আমাদের এই চিপগুলো আমেরিকায় তৈরি করতে হবে। খরচ কমাতে হবে। নতুন চাকরির বাজার তৈরি করতে হবে।

ইন্টেল, মাইক্রোন, গ্লোবাল ফাউন্ড্রিজ এবং কোয়ালকমের মতো বড় আমেরিকান কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে চিপ শিল্পে বিনিয়োগের অঙ্গীকার করেছে বলেও জানান বাইডেন।