বিক্রি বন্ধ হচ্ছে জনসনের বেবি পাউডার

২০২৩ সাল থেকে বিশ্বজুড়ে জনপ্রিয় টেলকভিত্তিক বেবি পাউডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে জনসন এন্ড জনসন (জেএন্ডজে) প্রতিষ্ঠান। কোম্পানির পোর্টফোলিও থেকে এই প্রোডাক্টটিকে সরিয়ে ফেলা হবে বলে জানানো হয়েছে। খবর বিবিসির।

বাংলাদেশসহ গোটা বিশ্বে একসময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার। সম্ভাব্য ক্ষতিকারক উপাদান নিয়ে বিতর্কের মুখে পড়ে পাউডারকে বাজার থেকে সরানোর পদেক্ষপ নিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার বিষয়টি স্পষ্ট করেছে জেএন্ডজে।

২০২০ সালেই এই পাউডার বিক্রি যুক্তরাষ্ট্র ও কানাডায় বন্ধ হয়ে যায়। ক্যানসার সংক্রান্ত বিতর্কের মুখে পড়েছিল এই মার্কিন প্রতিষ্ঠানটির পাউডার। এমনকি কোম্পানির বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। অভিযোগ ওঠে, এই পাউডারের মধ্যে মিলেছে ক্ষতিকর অ্যাসবেস্টস।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডারে ক্ষতিকারক অ্যাসবেস্টসের উপস্থিতির অসংখ্য অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে এই উপাদান থেকে প্রাণঘাতী ক্যানসার হতে পারে। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি ভোক্তাদের কাছ থেকে প্রায় ৩৮ হাজার মামলার সম্মুখীন হয়েছে।

সূত্র: বিবিসি।