নতুন আইফোন নিয়ে স্টিভ জবসের মেয়ের রসিকতা

টেক জায়ান্ট অ্যাপল বুধবার (৮ সেপ্টেম্বর) চারটি নতুন আইফোন ১৪ মডেল উন্মোচন করেছে। নতুন প্রজন্মের আইফোনগুলোতে আগের বছরের তুলনায় নতুন উদ্ভাবনী প্রযুক্তি ও ফিচারের ঘাটতি থাকায় অনেকেই সমালোচনা করছেন। এই তালিকায় যোগ দিয়েছেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মেয়ে ইভা জবস।

২৪ বছর বয়সী ইভা নতুন আইফোন ১৪ নিয়ে রসিকতা করে একটি মেমে প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, পুরনো ডিজাইনগুলো বড় ধরনের অগ্রগতি ছাড়াই নতুন প্রজন্মের আইফোনে ব্যবহার করেছে কোম্পানিটি।  

ইভার শেয়ার কার মেমেতে দেখা গেছে, এক ব্যক্তি হাতে একটি নতুন প্যাকেট করা শার্ট ধরে আছেন যা একেবারে তার গায়ে থাকা শার্টের মতো।

ক্যাপশনে তিনি লিখেছেন, আজ অ্যাপলের ঘোষণার পর আমি আইফোন ১৩ থেকে আইফোন ১৪ তে আপগ্রেড হচ্ছি।

১৯৭৬ সালে বাবা-মায়ের গ্যারেজে অ্যাপল কোম্পানি সহ-প্রতিষ্ঠাতা হিসেবে গড়ে তুলেছিলেন স্টিভ জবস। ২০১১ সালে যখন তার মৃত্যু হয় তখন অ্যাপল বিশ্বের সর্বাধিক মূল্যবান টেক কোম্পানিতে পরিণত হয়।

অ্যাপল সমর্থকরা মনে করেন স্টিভ জবসের চলে যাওয়ার পর কোম্পানিটির উদ্ভাবনী সক্ষমতা হ্রাস পেয়েছে।

বুধবার উন্মোচিত নতুন আইফোনে সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে রয়েছে। এতে প্রসেসর হিসেবে আছে এ-১৫ বায়োনিক প্রসেসর চিপ, যা আইফোন ১৩ সিরিজে প্রথমবার ব্যবহার হয়। অ্যাপল এই প্রথম নতুন কোনও আইফোনে পুরনো প্রসেসর ব্যবহার করলো। এছাড়া ৫জি প্রযুক্তির সুবিধা রাখা হয়েছে।

আইফোন ১৪ এর দাম ৭৯৯ মার্কিন ডলার এবং প্রো মডেলের দাম ৮৯৯ মার্কিন ডলার থেকে শুরু হবে।

সূত্র: উইয়ন নিউজ