বাইডেন পরিবারের বিরুদ্ধে তদন্তকে অগ্রাধিকার দেবে রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর রিপাবলিকান আইনপ্রণেতারা বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পরিবারের বিরুদ্ধে তদন্তকে অগ্রাধিকার দেওয়া হবে। তাদের তদন্তের আওতায় থাকবে প্রেসিডেন্টের ছেলে হান্টার বাইডেনের বৈদেশিক বাণিজ্যিক লেনদেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার একদিন পর দলটির আইনপ্রণেতারা বলেছেন, প্রেসিডেন্টের পরিবারের বিরুদ্ধে তদন্ত করা তাদের শীর্ষ অগ্রাধিকার। ৫২ বছর বয়সী হান্টার বাইডেন ইতোমধ্যে কেন্দ্রীয় তদন্তের আওতায় রয়েছেন। তবে এখনও তার বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়নি। অবশ্য তিনি প্রশাসনের কোনও পর্যায়ে কোনও দায়িত্বে নেই।

কিন্তু শীর্ষ রিপাবলিকানরা জোর দিয়ে বলছেন, তাদের তদন্তে নিশ্চিত হওয়া যাবে ছেলের বাণিজ্যিক লেনদেনে জো বাইডেনের ভূমিকা কতটুকু। বাইডেন যখন ভাইস-প্রেসিডেন্ট ছিলেন সেই সময়ও তদন্তের আওতা থেকে বাদ যাবে না।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে প্রকাশ করা একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে দলটির নেতারা যুক্তি তুলে ধরে দাবি করেছেন, পরিবারের বাণিজ্যিক লেনদেনের বিষয়ে প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের নাগরিকদের মিথ্যা বলেছেন।

প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির নবাগত চেয়ারম্যান জেমস কোমার বলেন, পরিবারে প্রেসিডেন্টের অংশগ্রহণ সর্বোচ্চ পর্যায়ে। আমি স্পষ্ট করতে চাই, এই তদন্ত জো বাইডেনকে ঘিরে। আগামী কংগ্রেসে এটিই হবে আমাদের মনোযোগের কেন্দ্র।

তারা অভিযোগ করছেন, হান্টার বাইডেন কর ফাঁকির মতো অপরাধ করেছেন। কিন্তু শিগগিরই তাকে শুনানিতে স্বাক্ষ্য দেওয়ার জন্য সমন করার পরিকল্পনার কোনও ঘোষণা দেননি রিপাবলিকান আইনপ্রণেতারা।

হান্টার বাইডেনের এক আইনজীবী ক্রিস্টোফার ক্লার্ক বলেছেন, রিপাবলিকানদের ঘোষণার বিষয়ে তার মক্কেলের কিছু বলার নেই।