‘ভোটে হারলে টুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়াবো’

জনমত জরিপে হেরে গেলে টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। টুইটারে একটি ভোট আয়োজন করেছেন এই মার্কিন ধনকুবের। বিপক্ষে গেলেই সরে দাঁড়াবেন সিইও’র পদ থেকে।

সিইও পদ থেকে সরে দাঁড়াবেন কিনা, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় টুইটারে একটি ভোটের আয়োজন করেন টেসলার মালিক মাস্ক। তিনি বলেন, ফলাফল যাই হোক না কেন, মেনে নেবো। শেষ পর্যন্ত দেখা গেছে, ইলন মাস্কের পক্ষে পড়েছে ৫৮ শতাংশ ভোট বিপরীতে পড়েছে ৪২ শতাংশ।

ভোটে হেরে গেলে দায়িত্ব ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি সিরিয়াস ছিলেন বলে জানা গেছে। এতে টুইটারের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়তো।

নানা নাটকীয়তার মধ্যে দিয়ে গত অক্টোবরে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কেনে নেন তিনি। দায়িত্ব নেওয়ার পর থেকে সাবেক সিইওসহ শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি অনেক কর্মীকে বরখাস্ত করে বির্তকে জড়িয়ে পড়েন। টুইটারে আনেন ব্যাপক পরিবর্তন। সম্প্রতি কয়েকজন আন্তর্জাতিক সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করে নতুন করে আলোচনার জন্ম দেন তিনি।

সূত্র: সিএনএন