আরেক দফা বাইডেনের গোপন ফাইলের সন্ধান

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারি গোপন নথি দ্বিতীয় আরেকটি স্থানে পাওয়া গেছে। প্রথম দফা রাষ্ট্রীয় গোপন নথি পাওয়া যায় তিনি ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় ব্যবহৃত তার ওয়াশিংটন ডিসির ব্যক্তিগত অফিসে। বুধবার আরেক দফা এমন নথি পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় গোপন নথি পাওয়ার বিষয়টি পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস। গোপন নথি ভুল রক্ষণাবেক্ষণের অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি মামলা মোকাবিলা করছেন।

বুধবার যেসব নথি পাওয়া গেছে সেগুলো কবে বা কোথায় পাওয়া গেছে তা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এগুলো পেয়েছেন বাইডেনের এক সহযোগী।

প্রথম দফা নভেম্বরে পেন বাইডেন সেন্টারে ১০টি নথি পাওয়া গিয়েছিল। তবে চলতি সপ্তাহে বিষয়টি প্রকাশ্যে আসে।

এই নথিগুলো মার্কিন গোয়েন্দা সংস্থার ইউক্রেন, ইরান ও যুক্তরাজ্য সম্পর্কিত মেমো ও ব্রিফিং।

বারাক ওবামার অধীনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময়কালের সঙ্গে এসব নথি সংশ্লিষ্ট। কিন্তু বাইডেনের অফিসে এগুলো এসেছে তা স্পষ্ট নয়।

রাষ্ট্রীয় গোপন নথিতে বিশেষ অনুমতি সাপেক্ষে সীমিত সংখ্যক মানুষের প্রবেশগম্যতা রয়েছে। এগুলো কীভাবে রাখতে এবং সংরক্ষণ করতে হবে সেই বিষয়ে নির্দিষ্ট নিয়ম রয়েছে।