ইউক্রেনে আব্রামস ট্যাংক পাঠাবে যুক্তরাষ্ট্র

রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনে এম১ আব্রামস ট্যাংক পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, রুশ দখলদারিত্ব থেকে নিজ দেশের ভূখণ্ড পুনরুদ্ধারের প্রচেষ্টায় কিয়েভকে এটি বড় ধরনের সুবিধা দেবে।

মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজের তরফে বুধবার এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে এ সংক্রান্ত আলোচনার সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে রাজি হননি তারা।

দুই কর্মকর্তা জানিয়েছেন, আব্রামস ট্যাংকের সংখ্যা ৩০টির মতো হতে পারে।

এর আগে গত মাসেই ইউক্রেনে আব্রামস ট্যাংক পাঠানোর বাস্তবতা নিয়ে সংশয়ের কথা জানিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের কর্মকর্তারা। তাদের উদ্বেগের বিষয় ছিল, ইউক্রেন কিভাবে উন্নত মানের এসব ট্যাংক রক্ষণাবেক্ষণ করবে। কেননা, এজন্য ব্যাপক প্রশিক্ষণ ও সার্ভিসিংয়ের প্রয়োজন রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মনে করছেন, তার দেশ ইউক্রেনে এই ট্যাংক পাঠানোর অঙ্গীকার করলে সেটি জার্মানিকে কিয়েভের কাছে লেপার্ড ২ ব্যাটল ট্যাংক সরবরাহে অনুপ্রাণিত করবে।

এদিকে নিজেদের কাছে পর্যাপ্ত অস্ত্র থাকার দাবি করেছে রাশিয়া। একটি কালাশনিকভ কারখানা পরিদর্শনকালে এমন দাবি করেছেন দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও কামানের স্বল্পতার বিষয়ে পশ্চিমা মিডিয়ার দাবির বিপরীতে তিনি বলেন, মস্কোর কাছে সবকিছুই যথেষ্ট পরিমাণে রয়েছে।

দিমিত্রি মেদভেদেভ বলেন, বলে হচ্ছে আমাদের কাছে এটা নেই, ওটা নেই। কিন্তু আমি তাদের হতাশ করতে চাই। আমাদের কাছে সবকিছুই যথেষ্ট পরিমাণে আছে।