যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির দায়ে চীনা প্রকৌশলীর ৮ বছরের কারাদণ্ড

গুপ্তচরবৃত্তির দায়ে চীনা প্রকৌশলী জি চাউকুনকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্র। বিমান বাণিজ্য সম্পর্কিত গোপন তথ্য দিয়ে চীনকে সহায়তার প্রচেষ্টায় তাকে এই শাস্তি দিয়েছে মার্কিন বিচার বিভাগ। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম বিবিসি।

বিদেশি সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করার পাশাপাশি মার্কিন সেনাবাহিনীকে মিথ্যা তথ্য দেওয়ায় গত বছরের সেপ্টেম্বরে দোষী সাব্যস্ত হন তিনি। বাইডেন প্রশাসনের দাবি, চীনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন চাউকুন।

স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসা চীনা এই প্রকৌশলী নিয়োগকারীদের মিথ্যা তথ্য দিয়ে ২০১৬ সালে মার্কিন সেনাবাহিনীতেও যোগ দেন। মার্কিন সেনাবাহিনীতে নিয়োগ হতে পারে চীনা ও তাইওয়ান বংশোদ্ভূত এমন ৮ ব্যক্তির তথ্য চীনের জিয়াংসু প্রদেশের নিরাপত্তা মন্ত্রণালয়কে সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।