দরজা খুলতেই পায়ে কুমিরের কামড়

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক ব্যক্তি নিজের বাড়ির সদর দরজা খুলতেই ৯ ফুট দীর্ঘ একটি কুমির তাকে কামড় দিয়েছে। শব্দ শুনে বাইরে কী আছে দেখার জন্য তিনি দরজা খুলেছিলেন।

ডেটোনা সৈকতের বাসিন্দা স্কট হলিংসওর্থ স্থানীয় একটি টেলিভিশনকে বলেছেন, তিনি ও তার স্ত্রী টিভি দেখছিলেন। এ সময় দরজায় শব্দ শুনতে পান। কীসের শব্দ খুঁজতে তিনি দরজা খুলেছিলেন।

তিনি বলেন, আমি দ্রুত দরজা খুলে বাইরে পা দেই এবং বাতি জ্বালানোর চেষ্টা করছিলাম। কিন্তু দরজা থেকে পুরোপুরি বের হওয়ার আগেই কিছু একটা আমার পা কামড়ে ধরে। পরে এটিকে কুমির বলে চিনতে পারি।

তিনি আরও বলেন, আমি একেবারে অবাক হয়ে যাই। আমার মনে হচ্ছে কুমির আমাকে দেখে চমকে গেছে।

হলিংসওর্থের উরুতে কামড় দিয়েছে কুমিরটি। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে শিগগিরই পুরোপুরি সুস্থ হবেন।

পরে ফ্লোরিডয়ার মৎস ও বণ্যপ্রাণী সংরক্ষণ কমিশন কুমিরটিকে খুঁজে পেয়েছে এবং হত্যা করা হয়েছে।

ফ্লোরিডায় কুমিরের বংশ বিস্তার দ্রুত হচ্ছে। সংখ্যা বৃদ্ধির ফলে এগুলো জলাভূমিতে চরে বেড়ায়। কুমিরের আক্রমণে আহত হওয়ার ঘটনা বিরল হলেও মাঝে মধ্যেই ঘটছে।

গত মাসে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধা নিজের কুকুর নিয়ে হাঁটছিলেন। একটি কুমির তাকে টেনে নিয়ে পুকুরে ফেলে দেয়। এতে তার মৃত্যু হয়। দক্ষিণ-পূর্ব ফ্লোরিডার এই নারী নিজের পোষা কুকুরকে কুমিরের আক্রমণ থেকে রক্ষার চেষ্টা করছিলেন।

সূত্র: দ্য গার্ডিয়ান