বাগানের শোভাবর্ধনে শত বছর পুরনো তাজা ক্ষেপণাস্ত্র!

বাগানপ্রেমী মানুষ বাগানের শোভাবর্ধনের জন্য কত কিছুই না করে থাকেন। এবার বাগানের সৌন্দর্যকে বাড়াতে রীতিমতো ক্ষেপণাস্ত্র বোমা রঙ করে বাগানে সাজিয়ে রেখেছিলেন এক দম্পতি। ভেবেছিলেন, বোমাটি নকল যা ফুল ‍ও বৃক্ষের সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে। কিন্তু পরে জানতে পারলেন ভয়াবহ সত্য। বোমাটি ছিল আসল যা বিস্ফোরিত হলে পুরো বাড়িসুদ্ধ উধাও হয়ে যেতে পারে চোখের নিমিষে।

যুক্তরাজ্যের মিলফোর্ড হ্যাভেন, পেমব্রোকেশায়ারের এক দম্পতি বোমাটিকে ডামি বোমা ভেবে রঙ করে তাদের বাগানে সাজিয়ে রেখেছিলেন। ১৯ শতকের শেষের দিক থেকে সিয়ান ও জেফরি অ্যাডওয়ার্ডসের বাড়ির বাগানে স্থান পেয়েছে বোমাটি। ওই দম্পতি ভেবেই নিয়েছিলেন বোমার মতো দেখতে হলেও সেটি নকল কিছুই হবে। এমনকি তারা যখন বাগান পরিস্কার করতেন তখন যেকোনও কিছু দিয়ে বোমাটির ওপর টুংটাং শব্দও করতেন।

বুধবার (২৯ নভেম্বর) ওই দম্পতির বাড়িতে পুলিশ আসে। পুলিশ জানায়, তাদের বাড়িতে বোমার অবস্থান খুঁজে পেয়েছেন তারা। বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রণালয়কেও জানানো হয়েছে। পরের দিন বোমা নিষ্ক্রিয়কারী দল এসে বোমাটি নিরাপদ জায়গায় নিয়ে যাবে। তাই হলো, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নিষ্ক্রিয়কারীর একটি ইউনিট এসে বোমাটি নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে বিস্ফোরণ করলো। যদিও পরে পরীক্ষায় দেখা গেছে বোমাটিতে খুব অল্প পরিমাণ চার্জ ছিলো। 

সত্য জানার পরেও মানতে চায় না ওই দম্পতি। বোমাটি নিষ্ক্রিয়করণের আগে পুলিশকে উদ্দেশ করে বলেন, আমরা বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না, যদি এটা উড়িয়েই নিয়ে যায় তবে তাই যাব।

৭৭ বছর বয়সী অ্যাডওয়ার্ডস বলেন, বাড়িটি আগে যাদের ছিল তাদের স্বজনরা এ বোমাটি পেয়েছিলেন ১০০ বছর আগে। বোমাটির বয়স অনেক। এটি অনেকটা পুরনো বন্ধুর মতো ছিল। 

এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, পুলিশের অনুরোধে দ্রুত সাড়া দেওয়ার ফলেই সন্দেহজনক এই সরঞ্জাম (বোমা) উদ্ধার করা হয়েছে। 

সূত্র: দ্য গার্ডিয়ান