স্বাস্থ্যগত কারণ ছাড়া সাময়িকভাবে গর্ভপাত নিষিদ্ধ করলো টেক্সাস সুপ্রিম কোর্ট

নারীদের গর্ভপাতকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস সুপ্রিম কোর্ট। যেকোনও পরিস্থিতিতে গর্ভবতী নারীরা গর্ভপাত করতে পারবে না বলে আদেশ দিয়েছে আদালত। তবে জীবন বাঁচানো বা শারীরিক ক্ষতি রোধ করতে আদালতের নির্দেশে গর্ভপাত করা যাবে। অ্যাটর্নি জেনারেলের অনুরোধের পর স্থানীয় সময় শুক্রবার স্থানীয় আদালত এ আদেশ দেয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

মার্কিন সুপ্রিম কোর্ট গত বছর গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করার পর থেকে এই আইনি লড়াই দেশটিতে জোরদার হয়ে ওঠে। এর রেশ ধরেই টেক্সাসের মতো অঙ্গরাজ্যতে নারীর গর্ভপাতকে সম্পূর্ণ নিষিদ্ধ করছে। 

টেক্সাসের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) অঙ্গরাজ্যর অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের একটি পিটিশনের ভিত্তিতে নিম্ন আদালতের দেওয়া জরুরি গর্ভপাতের অনুমতির রায় স্থগিত করেছে।

শুক্রবারের রায়ে বলা হয়েছে, যোগ্যতা বিবেচনা ছাড়াই উচ্চ আদালত প্রশাসনিকভাবে নিম্ন আদালতের গত ৭ ডিসেম্বরের আদেশ স্থগিত করছে।

এদিকে টেক্সাসের ডালাস-ফোর্ট ওয়ার্থ এলাকার কেট কক্স নামের এক নারী গর্ভপাতের জন্য আদালতের অনুমোদন চান। তার ভ্রূণে গত ২৭ নভেম্বর ট্রাইসোমি-১৮ ধরা পড়ে, যা একটি জেনেটিক ত্রুটি। এর  ফলে সাধারণত গর্ভপাত, মৃত সন্তান প্রসব বা জন্মের পরপরই সন্তানের মৃত্যু  পর্যন্ত ঘটতে পারে।

প্রায় ২০ সপ্তাহের গর্ভবতী কক্স মামলার এজাহারে বলেন, যদি তিনি এই সন্তান গর্ভে ধারণ করেন, তবে তাকে তৃতীয়বারের মতো সিজারিয়ান অপারেশন করতে হবে। এটি তার আরও সন্তান নেওয়ার ক্ষমতাকে বিপন্ন করতে পারে। 

জেলা আদালতের বিচারক মায়া গুয়েরার গ্যাম্বল গত বৃহস্পতিবার কক্সের পক্ষে রায় দিয়েছেন। যেহেতু তিনি একটি আদেশ জারি করেছেন, যা শুধুমাত্র কক্সের জন্য প্রযোজ্য।

এই রায় দেওয়ার পর টেক্সাসহ ১২টি মার্কিন অঙ্গরাজ্য গর্ভপাত নিষিদ্ধের জন্য সোচ্চার হয়ে ওঠে।