মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: পেন্টাগন

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বলেছে, মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন সেনা মোতায়েনের কোনও পরিকল্পনা নেই। শুক্রবার (১২ জানুয়ারি) পেন্টাগনের মুখপাত্র প্যাট্রিক রাইডার এই মন্তব্য করেছেন। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের অবস্থানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হামলা চালানোর পর সেনা মোতায়েন নিয়ে এ কথা জানান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্যাট্রিক রাইডার বলেছেন, ইরানপন্থি হুথিদের ওপর মার্কিন-ব্রিটিশ হামলার ভালো প্রভাব রয়েছে। মার্কিন সেনাবাহিনী যেকোনও পাল্টা হামলার পরিস্থিতির ওপর নজর রাখা অব্যাহত রাখবে।

তিনি বলেন, অঞ্চলটিতে অতিরিক্ত সেনা পাঠানোর আপাতত কোনও পরিকল্পনা নেই। আমাদের প্রাথমিক পর্যালোচনা হলো যে হামলার ভালো প্রভাব রয়েছে। আমরা পরিস্থিতির ওপর নজর রাখব। যেমনটি প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, আমরা প্রয়োজনীয় নেওয়া পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখব।

রাইডার বলেছেন, ১ জানুয়ারি থেকে হাসপাতালে থাকা মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা ভালো। গত দুই দিনের দুবার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন তিনি এবং এসব হামলার দেখভাল করেছেন সক্রিয়ভাবে।

বৃহস্পতিবার দিবাগত রাতে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকে ইয়েমেনজুড়ে একাধিক হুথি স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। লোহিত সাগরে বাণিজ্যিক হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে এই হামলা চালিয়েছে দেশ দুটি।

প্যাট্রিক রাইডার বলেছেন, লোহিত সাগরে গুরুত্বপূর্ণ নৌরুটে হুথিদের হামলায় ৫০টির বেশি দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেউ একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাত দেখতে চায় না। কিন্তু এমন বিপজ্জনক ও বেপরোয়া আচরণ আমরা মেনে নিতে পারি না।