নিউ জার্সিতে ৪.৮ মাত্রার ভূমিকম্প, নিউ ইয়র্কে কম্পন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (৫ এপ্রিল) নিউ জার্সিতে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইউএসজিএস জানিয়েছে, নিউ জার্সি ও নিউ ইয়র্ক সিটিতে হালকা ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮। এর কেন্দ্রস্থল ছিল নিউ জার্সি। তবে প্রাথমিকভাবে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এএফপি-র প্রতিনিধি জানিয়েছেন, হঠাৎ করেই ব্রুকলিনের ভবনগুলো ও তার আলমারির দরজা ও ফিক্সচারগুলো কেঁপে উঠে।

প্রতিনিধি আরও জানিয়েছেন, ভূমিকম্পের পর নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত জাতিসংঘে গাজার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক সাময়িকভাবে স্থগিত করা হয়।

সেভ দ্য চিলড্রেন-এর প্রতিনিধি জান্তি সোয়েরিপ্টো বলেন, এটা কি ভূমিকম্প?

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা জানিয়েছেন, ফিলাডেলফিয়া থেকে নিউ ইয়র্ক পর্যন্ত ভূমিকম্প অনুভব হয়েছে। এছাড়া লং আইল্যান্ড বরাবর পূর্ব দিকেও ভূমিকম্প অনুভব করেছেন অনেকেই।

আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিং তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, সব ঠিক আছে।