ইরান-ইয়েমেনের কয়েক ডজন ড্রোন ধ্বংস করেছে মার্কিন বাহিনী

ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ও ইয়েমেন থেকে ছোড়া কয়েক ডজন ড্রোন ও ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। সোমবার (১৫ এপ্রিল) মার্কিন কেন্দ্রীয় কমান্ড ( সেন্টকম) বিষয়টি নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মার্কিন বাহিনী ৮০ টিরও বেশি একমুখী আক্রমণকারী ড্রোনকে আঘাত করেছে, যার মধ্যে সাতটি ইউএভি রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানিয়েছে, ইরানের নজিরবিহীন ও বেপরোয়া আচরণ এই অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতা এবং মার্কিন ও জোট বাহিনীর নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে।

ইরানের এই পদক্ষেপের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষাকে সমর্থন করতে অঙ্গিকারবদ্ধ সেন্টকম।

সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার প্রতিশোধ নিতে ইরান শনিবার রাতে ইসরায়েলে ৩০০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তবে এর বেশিরভাগই মার্কিন ও ইসরায়েলি বাহিনী প্রতিরোধ করেছে বলে দাবি করেছে সেন্টকম।